QUIKLY KNOW THE GOUT MEDICINCE


        QUIKLY KNOW  THE GOUT MEDICINCE






Ammonium phosphosricum: Ammon Phos হল advanced বা পুরাতন Gout এর জন্য। ঠান্ডা বাতাসে বৃদ্ধি এটি Ammon phos এর জন্য গুরুত্বপুর্ন লক্ষণকারন Ammonium গুরুপের সকল Medicine এ ঠান্ডা বাতাসে বৃদ্ধি এ লক্ষণটি বিদ্ধমান। যেমন-Ammon phos Ammon dorema Ammon dorema  ঔষধটি কষ্ট কর Breathing, bronchitis [শীতকালে ও বৃদ্ধ লোকদের] এর জন্য ব্যবহিত হয় Ammon dorema এর bronchitis এর লক্ষন যেমন - শীতকালে, ঠান্ডায় দেখা দেয়  তেমনি Ammon phos এর Joint এর লক্ষনও ঠান্ডা বাতাসে এবং ঠান্ডা আবহাওয়ায় দেখা দেয়। সুতরাং Joint এ প্রচুর পরিমানে Narrow citie এবং tender ammon phos ব্যবহিত হয় Ammon Phos Uric acid এর level কে নীচে নামিয়ে আনে। এটি খুবই কার্যকরি Medicine

Dose - 3x,6x.

Benzoicum Acidum:
Nash’s এর মতে Offensive urine এর ক্ষেত্রে Sepea, Nitric acid এবং benzoic acid ব্যবহিত হয়। offensive urine এর সাথে যদি Joint এ cut cut  শব্দ হয় তাহলে Benzoic acid ব্যবহিত হয়। Benzoic acid এ নড়াচড়ায় বৃদ্ধি আছে Alcohol benzoic acid এর ক্রিয়া নষ্ট করে দেয় ।
Dose: 3, 6.

Berberis vulgaris:
Berberis vulgaris আমরা তিন জায়গায় ব্যবহার করি।
   1.  Renell stones.
   2.  Gall stones.
   3.  Gout.

এ তিন টি ক্ষেত্রে যে সকল বিশেষ লক্ষন গুলো পাওয়া যায় তাহল ভ্রমনশীল বেদনা, দাঁড়িয়া থাকলে বৃদ্ধি Sulphur এর মত । দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি এটি খুবই গুরুত্বপূর্ণ Berberis vulgaris এর জন্যএটি সাইকোটিক মেডিসিন । বিশেষ করে বাম পার্শ্বে আক্রান্ত হয় । প্রথমে এর মাদার টিংচার ব্যবহার করে Uric acid এর লেভেল কমিয়ে তার পর 30/200 ব্যবহার করতে হবে।

Colchicum Atumnale :
মেটেরিয়া মেডিকাতে পায়ের বড় আঙ্গুলে স্পর্শে অত্যান্ত সংবেদনশীলতা Colchicum ছাড়া অন্য কোন Medicine এ নাই। পায়ের বড় আঙ্গুলের সংবেদনশীলতার কারনে তারা মানুষের ভিড়ে যেতে পারেনা এবং বাসে চড়তে পারেনা কারন স্পর্শ লাগলে তাদের ব্যথা বেড়ে যায় । স্পর্শ লাগলে তারা চিৎকার করে উঠে । সুতরাং Gout এর সাথে পায়ের বড় আঙ্গুলের সংবেদনশীলতায় Colchicum Colchicum এর রোগীরা মাছের গন্ধ সহ্য করতে পারেনামাছের গন্ধে বমি বমি ভাব colchicum এর একটি গুরুত্বপুর্ন লক্ষন । এটি Morning sickness এর জন্য খুব সুন্দর ঔষধ ।

Dose: 30/200.


Formica Rufa: পিঁপড়ার চুর্ণ Formica Rufa এর লক্ষন M.P. এর মত । Formica rufa বর্তমান সময়ের ঔষধ । বর্তমানে অধিকাংশ মানুষ [osteoanhritis] হাড়ের বাতে ভোগছে । হাঁটুর উপরে চাপলে, গরম তৈল, গরম সেঁক দিলে ভাল লাগে। মলম দ্বারা ম্যাসেজ করলে, ঘষলে ভাল লাগেFormica rufa তে যে তিনটি বিশেষ লক্ষন পাওয়া যায়:

১। ঘর্ষণে উপশম ।
২। চাপে উপশম ।
৩। তাপে উপশম।

এটি M.P. এর মত ডান পার্শ্বের ক্ষেত্রে ব্যবহিত হয় । M.P. হল নিতম্ববেদনায় আর Formica rufa হল Joint এর জন্য । M.P. স্নায়ুশুলগ্রস্তদের জম্য একটি চমকপ্রদ ঔষধ।

Dose: 30/200


Lithium carbonicum:
Lithium carbonicum Lycopodium এর খুব কাছাকাছি ঔষধ। কারন Lycopodium ডান পার্শ্বে ঔষধ। এতে ডান চোখ আক্রান্ত হয়। আর Lithium carb ডানের অর্ধেক দেখে না । Lycopodium এ ডান কিডনী আক্রাত হয় । সুতরাং Lithium carb বৈশিষ্ট্য Lycopodium এর মত কিন্তু Lithium carb এর Heart এর লক্ষণ Lycopodium এর সাথে মিলিত হয় না। Lithium carb Heart এর লক্ষণ মূত্র ত্যাগে উপশম, যা Lycopodium  নাই এটি psoric modality joint Lithium carb rumatic fever এ ব্যবহিত হয় । যেখানে Joint এবং Heart আক্রান্ত হয়। Joint এর লক্ষন তাপে উপশম হয় এবং Heart এর লক্ষন মূত্র ত্যাগে উপশম হয়।

Dose : 30/200.

Urtica urens :

Urtica urens এর চারটি ক্ষেত্র রয়েছে ।
Sellfish/drugs.

Burns.2Degree প্রচুর গুটিকা থাকে ।
1first degree তে প্রচুর লালছে ভাব এবং আদ্রতা থাকে এবং জ্বালা থাকে Medicine-Cantheris.
3 third –degree – carboic acid – এতে প্রচুর ক্ষত থাকে।

৩। agalactia - স্তন থেকে দুগ্ধ নিঃসরনে অক্ষম । সাথে প্রচুর পরিমানে Allergie.
      
৪। Gout- যদি Allergie এর ইতিহাস থাকে ।
উপরের তিনটি ক্ষেত্রে ৩০/200 এবং ৪ নাম্বারের জন্য মাদার টিংচার uric acid এর লেভেল নীচে নামানের জন্য।
        
                           

               Dr.Saptashi Benerjea

No comments

Powered by Blogger.