QUIKLY KNOW THE GOUT MEDICINCE
Ammonium phosphosricum: Ammon Phos হল
advanced বা পুরাতন
Gout এর
জন্য। ঠান্ডা বাতাসে বৃদ্ধি এটি Ammon phos এর
জন্য গুরুত্বপুর্ন লক্ষণ।
কারন
Ammonium গুরুপের
সকল Medicine এ ঠান্ডা বাতাসে বৃদ্ধি এ লক্ষণটি বিদ্ধমান। যেমন-Ammon phos ও Ammon dorema। Ammon dorema ঔষধটি
কষ্ট কর Breathing, bronchitis [শীতকালে
ও বৃদ্ধ লোকদের] এর জন্য ব্যবহিত হয়।
Ammon dorema এর
bronchitis এর
লক্ষন যেমন - শীতকালে,
ঠান্ডায় দেখা দেয় তেমনি Ammon phos এর Joint এর
লক্ষনও ঠান্ডা বাতাসে এবং ঠান্ডা আবহাওয়ায় দেখা দেয়। সুতরাং Joint এ
প্রচুর পরিমানে Narrow citie এবং
tender এ
ammon phos ব্যবহিত হয়। Ammon
Phos Uric acid এর level কে
নীচে নামিয়ে আনে। এটি খুবই কার্যকরি Medicine।
Dose - 3x,6x.
Benzoicum Acidum:
Nash’s এর
মতে Offensive urine এর
ক্ষেত্রে Sepea, Nitric acid এবং
benzoic acid ব্যবহিত
হয়। offensive urine এর
সাথে যদি Joint এ cut cut শব্দ
হয় তাহলে Benzoic acid ব্যবহিত
হয়। Benzoic acid এ
নড়াচড়ায় বৃদ্ধি আছে ।
Alcohol benzoic acid এর
ক্রিয়া নষ্ট করে দেয় ।
Dose: 3, 6.
Berberis vulgaris:
Berberis vulgaris আমরা
তিন জায়গায় ব্যবহার করি।
1. Renell stones.
2. Gall stones.
3. Gout.
এ
তিন টি ক্ষেত্রে যে সকল বিশেষ লক্ষন গুলো পাওয়া যায় তাহল ভ্রমনশীল বেদনা, দাঁড়িয়া থাকলে বৃদ্ধি Sulphur এর
মত । দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি এটি খুবই গুরুত্বপূর্ণ Berberis vulgaris এর
জন্য
। এটি
সাইকোটিক মেডিসিন । বিশেষ করে বাম পার্শ্বে আক্রান্ত হয় । প্রথমে এর মাদার টিংচার
ব্যবহার করে Uric acid এর
লেভেল কমিয়ে তার পর 30/200 ব্যবহার করতে হবে।
Colchicum Atumnale :
মেটেরিয়া
মেডিকাতে পায়ের বড় আঙ্গুলে স্পর্শে অত্যান্ত সংবেদনশীলতা Colchicum
ছাড়া অন্য কোন Medicine এ
নাই। পায়ের বড় আঙ্গুলের সংবেদনশীলতার কারনে তারা মানুষের ভিড়ে যেতে পারেনা এবং
বাসে চড়তে পারেনা কারন স্পর্শ লাগলে তাদের ব্যথা বেড়ে যায় । স্পর্শ লাগলে তারা
চিৎকার করে উঠে । সুতরাং Gout এর
সাথে পায়ের বড় আঙ্গুলের সংবেদনশীলতায় Colchicum। Colchicum এর
রোগীরা মাছের গন্ধ সহ্য করতে পারেনা।
মাছের
গন্ধে বমি বমি ভাব colchicum এর
একটি গুরুত্বপুর্ন লক্ষন । এটি Morning sickness এর
জন্য খুব সুন্দর ঔষধ ।
Formica Rufa: পিঁপড়ার
চুর্ণ
। Formica Rufa এর
লক্ষন M.P. এর
মত । Formica rufa বর্তমান
সময়ের ঔষধ । বর্তমানে অধিকাংশ মানুষ [osteoanhritis]
হাড়ের বাতে ভোগছে । হাঁটুর উপরে চাপলে, গরম
তৈল, গরম
সেঁক দিলে ভাল লাগে। মলম দ্বারা ম্যাসেজ করলে, ঘষলে ভাল লাগে।
Formica
rufa তে যে তিনটি বিশেষ লক্ষন পাওয়া যায়:
১।
ঘর্ষণে উপশম ।
২।
চাপে উপশম ।
৩।
তাপে উপশম।
এটি M.P. এর মত ডান পার্শ্বের ক্ষেত্রে ব্যবহিত
হয় । M.P. হল নিতম্ববেদনায় আর Formica rufa হল Joint এর জন্য । M.P. স্নায়ুশুলগ্রস্তদের জম্য একটি চমকপ্রদ ঔষধ।
Lithium
carbonicum:
Lithium carbonicum Lycopodium এর খুব কাছাকাছি ঔষধ। কারন Lycopodium ডান পার্শ্বে ঔষধ। এতে
ডান চোখ আক্রান্ত হয়। আর Lithium carb ডানের
অর্ধেক দেখে না । Lycopodium এ
ডান কিডনী আক্রাত হয় । সুতরাং Lithium carb বৈশিষ্ট্য
Lycopodium এর মত কিন্তু Lithium carb এর Heart এর লক্ষণ Lycopodium এর
সাথে মিলিত হয় না। Lithium carb এ
Heart এর লক্ষণ মূত্র ত্যাগে উপশম, যা Lycopodium এ নাই
। এটি psoric modality joint Lithium carb rumatic fever এ ব্যবহিত হয় । যেখানে Joint এবং Heart আক্রান্ত হয়। Joint এর লক্ষন তাপে উপশম হয় এবং Heart এর লক্ষন মূত্র ত্যাগে উপশম হয়।
Dose : 30/200.
Urtica urens :
Urtica urens এর চারটি ক্ষেত্র রয়েছে ।
১। Sellfish/drugs.
২। Burns.2Degree প্রচুর
গুটিকা থাকে ।
1first
degree তে প্রচুর লালছে ভাব এবং আদ্রতা থাকে এবং জ্বালা থাকে Medicine-Cantheris.
3 third –degree – carboic acid – এতে প্রচুর ক্ষত থাকে।
৩।
agalactia - স্তন থেকে দুগ্ধ নিঃসরনে অক্ষম । সাথে প্রচুর
পরিমানে Allergie.
৪। Gout- যদি Allergie
এর ইতিহাস থাকে ।
উপরের
তিনটি ক্ষেত্রে ৩০/200 এবং
৪ নাম্বারের জন্য মাদার টিংচার uric acid এর
লেভেল নীচে নামানের জন্য।
Dr.Saptashi Benerjea
No comments